রেকর্ড গড়ে লস অ্যাঞ্জেলসে সন

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবে (এলএএফসি) যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। ইংলিশ ক্লাব টটেনহামের সঙ্গে ১০ বছরের সোনালী অধ্যায় শেষে ২ কোটি ৬৫ লাখ ডলারে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন তিনি। দুই বছরের এই চুক্তিতে এলএএফসিতে এসেছেন সন, পাশাপাশি আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে তার হাতে।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায় টটেনহ্যাম হটস্পার-এর সাবেক অধিনায়ক সনের জন্য ২ কোটি পাউন্ডেরও বেশি অর্থ দিয়েছে এলএএফসি। এমএলএস-এ এর আগে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডটা ছিল ইমানুয়েল লাটে ল্যাথের, ১ কোটি ৬৫ লাখ পাউন্ডে আটলান্টা ইউনাইটেড তাকে দলে ভিড়িয়েছিল।
মঙ্গলবার (৫ আগস্ট) এলএএফসি ও মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল-এর মধ্যকার লিগস কাপের ম্যাচে উপস্থিত ছিলেন ৩৩ বছর বয়সী সন। ম্যাচটিতে এলএএফসি ২-১ গোলে জয় পায়।
গতকাল বুধবার (৬ আগস্ট) এলএএফসিতে যোগ দেওয়ার পর সন বলেন, ‘এটা যেন এক স্বপ্ন পূরণ। এলএ (লস অ্যাঞ্জেলস)- কী দারুণ এক শহর।’
সন আরও বলেন, ‘সত্যি বলতে, এটা আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষ হওয়ার পর (এলএএফসির কো-প্রেসিডেন্ট) জন থরিংটনের সঙ্গে প্রথমবার যখন কথা হয়, তিনি আমার মন পাল্টে দেন, এমনকি চিন্তাধারাও বদলে দেন। তিনি আমাকে বুঝিয়ে দেন, এই গন্তব্যটাই আমার জন্য সঠিক। আর আমি এখন এখানে, আমি খুবই খুশি এবং দারুণভাবে রোমাঞ্চিত।’
এর আগে ক্লাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সন বলেন, ‘লস অ্যাঞ্জেলেস চ্যাম্পিয়নদের এক সমৃদ্ধ ইতিহাস ধারণ করে, আর আমি এখানে এসেছি সেই ইতিহাসের পরবর্তী অধ্যায় লিখতে। এমএলএস-এর এই নতুন চ্যালেঞ্জের জন্য আমি রোমাঞ্চিত। আমি এসেছি ট্রফি জিততে এবং এই ক্লাব, শহর ও সমর্থকদের জন্য সর্বোচ্চটা দিতে।’
এলএএফসি মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে রয়েছে। ক্লাবটিতে টটেনহ্যামের সাবেক সতীর্থ হুগো লরিসের সঙ্গে আবারও একসাথে খেলবেন সন।
টটেনহামের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল নিউক্যাসলের বিপক্ষে। প্রাক-মৌসুমি প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার সিউলে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার পর তিনি ক্লাবটির জার্সিতে ৪৫৪ ম্যাচে ১৭৩টি গোল করেছেন দক্ষিণ কোরিয়ান এই তারকা ফুটবলার। ক্লাবটিতে শেষ মৌসুমে অধিনায়ক হিসেবে ইউরোপা লিগ জিতেছেন তিনি। গত ১৭ বছরের মধ্যে টটেনহামের প্রথম শিরোপা এটি।