বোন চ্যাম্পিয়ন হতে পারেনি, যা বললেন আফঈদা

জাতীয় বক্সিং প্রতিযোগিতার নারী বিভাগের ফাইনাল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। টুর্নামেন্টে অংশ নিয়েছেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার এর আগে বাংলাদেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছিলেন। ঢাকার মাঠে নেমেছেন প্রথমবারের মতো। ফাইনালে তাকে দেখতে ভিড় জমে জাতীয় বক্সিং কমপ্লেক্সে। তবে, দর্শকের আগ্রহের জায়গা ছিল আরও একটি।
ফাইনালে জিনাতের প্রতিপক্ষ হিসেবে নামেন আফরা খন্দকার। বক্সারের বাইরে আফরার আরেক পরিচয়, তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন। ফাইনালে আফরার খেলা দেখতে গ্যালারিতে হাজির হন আফঈদা। সঙ্গে ছিলেন বাবা-মা।
গোটা ম্যাচে বোনকে উৎসাহ জুগিয়েছেন আফঈদা। নারী দলের আরও সতীর্থকে নিয়ে আসেন খেলা দেখতে। রিংয়ে আফরা লড়াই করেছেন, গ্যালারি থেকে গলা ফাটিয়েছেন আফঈদা। বোনের একেকটি পাঞ্চে সাহস জুগিয়েছেন। কখনও ‘সাবাশ’ বলে, কখনও ‘মার’ বলে মাতিয়ে রাখেন পুরোটা সময়।
তবে, আফরা শেষ হাসি হাসতে পারেননি। তিন রাউন্ড শেষে তাকে হারিয়ে বিজয়ীর মুকুট পরেন জিনাত। তাতে ম্লান হয়নি আফরার সাফল্য। আফঈদাও গর্ব করেছেন বোনকে নিয়ে। ম্যাচ শেষে এনটিভি অনলাইনকে বাংলাদেশ অধিনায়ক জানান নিজের অনুভূতি ও বোনের ম্যাচ নিয়ে।

আফঈদা বলেন, ‘বোন যে ফাইনাল খেলছে, ফাইনালের প্রতিপক্ষ একজন প্রবাসী। সে আন্তর্জাতিক খেলোয়াড়। তার সঙ্গে আমার বোনের খেলাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর সে যে তিন রাউন্ড পুরো শেষ করছে, আমার কাছে ভালো লেগেছে। সে হাল ছাড়েনি, চেষ্টা করেছে।’