জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ও পুলিশ

বাংলাদেশ পুলিশ দলের সদস্যরা। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে আজ রোববার (২৪ আগস্ট) প্রথম সেমিফাইনালে আনসার ৪১-১৬ গোলে হারিয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। একপেশে লড়াইয়ে প্রথমার্ধে আনসার ২২-৯ গোলে এগিয়ে ছিল।
দিনের অন্য সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৪০-২৮ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। প্রথম সেমিফাইনালের তুলনায় এই ম্যাচটি কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা ছড়ায়। প্রথমার্ধে পুলিশ ১৭-১৩ গোলে এগিয়ে ছিল।
আগামীকাল বিকেল ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ। এর আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে সকাল সাড়ে ১১টায় মুখোমুখি হবে ঢাকা ও পঞ্চগড়।