সাঁতারে সাফল্য নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ সাঁতার দল। অসাধারণ সাফল্য অর্জন করে ফেরা সাঁতারুদের মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মিষ্টিমুখ করিয়ে তাদের অভিনন্দন জানান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল মোট ৬টি পদক জিতেছে, যার মধ্যে ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। পুরুষ ও নারী উভয় বিভাগেই বাংলাদেশের সাঁতারুরা দেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন। পদকের পাশাপাশি তাদের ট্রফিও দেওয়া হয়েছে।
পুরুষদের ৮১ কিলোমিটার সাঁতারে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম দ্বিতীয় এবং মো. নয়ন আলী তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন। একইভাবে, পুরুষদের ১৯ কিলোমিটার সাঁতারেও বাংলাদেশের সাফল্য ছিল চোখে পড়ার মতো। এই বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য পদক এবং জুয়েল আহমেদ ব্রোঞ্জ পদক জিতে দেশের পদক সংখ্যা আরও বাড়িয়ে দেন।
নারী বিভাগে ১৯ কিলোমিটার সাঁতারেও বাংলাদেশের মেয়েরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক এবং বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ব্রোঞ্জ পদক অর্জন করেন।
মোট ১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার সঞ্চার করেছে। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এই সাফল্যের জন্য সাঁতারুদের অভিনন্দন জানিয়ে বলেন, "এই অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।"