ওভাল টেস্টের আগে স্টোকসকে ঘিরে দুঃসংবাদ

ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট-বলে আলো ছড়িয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বল হাতে ৬ উইকেট নেওয়ার পরে ব্যাট হাতেও খেলেছিলেন ১৪১ রানের ঝলমলে ইনিংস। কিন্তু শেষ ম্যাচের আগের স্টোকসকে নিয়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে শেষ ম্যাচে খেলছেন না তিনি। তার পরিবর্তে ইংলিশদের নেতৃত্ব দিবেন ওলি পোপ।
আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে শুরু হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ। ম্যাচের আগের দিন আজ একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড চতুর্থ ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন এনেছে।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল করার সময় অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। ম্যাচ শেষে তিনি খেলার সম্ভাবনার কথা জানালেও সেটি আর হচ্ছে না। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইসেপস টেন্ডনের চোটে ভুগছেন স্টোকস।
স্টোকস ছাড়াও একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। হেভি ওয়ার্কলোডের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার ব্রাইডন কার্সকে। সিরিজের প্রথম চারটি ম্যাচই খেলেছেন তিনি। তার সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে চার বছরের বেশি সময় পরে টেস্টে ফেরা জোফরা আর্চারকেও। চলতি সিরিজে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এক ম্যাচ পরেই একাদশ থেকে বাদ পড়েছেন আট বছরের বেশি সময় পরে জাতীয় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন। ম্যানচেস্টার টেস্টে একাদশে ছিলেন তিনি।
তাদের পরিবর্তে একাদশে রাখা হয়েছে অলরাউন্ডার জেমি ওভারটন আর গাস অ্যাটকিনসন। ৩ বছরের বেশি সময় পর টেস্টের একাদশে সুযোগ পেলেন ওভারটন। ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠে এই সিরিজে প্রথমবার খেলতে যাচ্ছেন গাস অ্যাটকিনসন।
ভারতের বিপক্ষে হেডিংলি ও এজবাস্টন টেস্টে খেলা জশ টংকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। ওই দুই ম্যাচে দারুণ বোলিংয়ে ১১ উইকেট নিয়েছিলেন এই পেসার। দলের মুল পেসারদের হারিয়ে অনেকটা অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। এই বিভাগের নেতৃত্ব দিবেন ক্রিস ওকস।
একাদশে ফিরেছেন গতবছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলা ব্যাটার জ্যাকব বেথেল। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকর ভুমিকা রাখতে পারেন তিনি।
ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশ
অলি পোপ (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (কিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টং।