বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কী বৃষ্টিতে ভিজবে?

ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিতে তৈরি বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ রোববার (২০ জুলাই) মাঠে গড়াবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার আগে আছে বৃষ্টির শঙ্কা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অ্যাকুওয়েদারের হিসেবেও সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি হতে পারে। বিকেল থেকে একটু একটু করে কমত পারে তাপমাত্রা। দমকা হাওয়াসহ আসতে পারে বৃষ্টি।
মিরপুরের মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় মোটামুটি মানের বৃষ্টি হলে খেলা বন্ধ না হওয়ার সম্ভাবনা বেশি।
মাঠে নামার আগে বাংলাদেশ দল আছে বেশ ফুরফুরে। তিনদিন আগে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হারিয়ে এসেছে। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ান লিটন-তামিমরা। বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।