টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে লক্ষ্য ছিল পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা। কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। তবুও নতুন মাইলফলকে নাম লিখিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের এই হারের পেছনে বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটাররা এদিন ন্যূনতম দায়িত্ব নিতে পারেননি। পাকিস্তানের ১২ ছক্কার বিপরীতে বাংলাদেশ ছক্কা হাঁকাতে পেরেছে মোটে ৩টি। এতেই অবশ্য নাম লিখিয়েছে নতুন এক রেকর্ডে।
২০২৫ সালে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি করেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, চলতি বছরের এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে আর কোনো দলই ২০২৫ সালে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি করতে পারেনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি খেলা নিয়ে প্রায় সময়ই যে কটু বাক্য শোনা যায়। সেটি যেন ঘোচানোর চেষ্টা করছে বর্তমান দল। আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টায় বেশভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।