৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ ক্রিকেটার

আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে নতুন এক কীর্তি গড়লেন কার্টিস ক্যাম্ফার। আইরিশ এই পেসার পেশাদার ক্রিকেটের ইতিহাসে বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
টুর্নামেন্টটিতে গতকাল (১০ জুলাই) ম্যান্সটের রেডস দলের হয়ে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে এমন কীর্তি গড়েন ডানহাতি পেসার কার্টিস ক্যাম্ফার।
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে অধিনায়ক ক্যাম্ফারের অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদেই জয় পেয়েছে মনস্টের। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করার পাশাপাশি বল হাতে যা করলেন তা তো ইতিহাস। বল হাতে ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট তুলে নেন তিনি।
শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করে মানস্টের। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৭৮ রান। এরপর ১২তম ওভার করতে আসেন অধিনায়ক ক্যাম্ফার। প্রথম চার বলে ৮ রান দেওয়ার পর দুই বলে দুটি উইকেট তুলে নেন। এরপর ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট তুলে নিয়ে গড়েন এক অনন্য কীর্তি। ডানহাতি এই পেসার টানা ৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়।
১২তম ওভারের পঞ্চম বলে বোল্ড করেন জারেড উইলসকে ও শেষ বল গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করেন। এরপর ১৪তম ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিন মিডউইকেটে ক্যাচ, দ্বিতীয় বলে রবি মিলারকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে তৃতীয় বলে জোশ উইলসনকে বোল্ড করেন।
অনন্য এই কীর্তি গড়ার পর ক্যাম্ফার বলেন, ‘ওভার পরিবর্তনের কারণে কী হচ্ছে তা শুরুতে বুঝতেই পারিনি। সহজ নিজের কাজটা করার চেষ্টা করেছিলাম, সৌভাগ্যবশত সব হয়েছে।”
ক্যাম্ফারের কাছে মজা করেই জিজ্ঞোসা করা হয়েছিল আরেকজন ব্যাটার থাকলে ৬ বলে ৬ উইকেট নিতে পারতেন কি না? তিনি মজার ছলেই বললেন, ‘না, আমার মনে হয়না। যেটা হয়েছে সেটিই বিশেষ কিছু।”
প্রথমবার এই কীর্তি গড়েন জিম্বাবুয়ে নারী দলের অলরাউন্ডার কেলিস এনদোলোভুর। ২০২৪ সালে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইগলস উইমেন-এর বিপক্ষে ঘরোয়া লিগে ৫ বলে ৫ উইকেট নেন তিনি।
এর আগে একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট পেয়েছিলেন ক্যাম্ফার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েন তিনি। টি-টোয়েন্টি সংস্করণে এর তবে রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেলও ৪ বলে ৪ উইকেটে পেয়েছেন। তবে এবার ক্যাম্ফার যা করলেন সেখানে তিনিই প্রথম।