আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে এক পরিবর্তন

চোটের কারণে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ ইয়ং টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন গ্রাহাম হিউম। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।
এ বছর জুলাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডেতে হিউমের আন্তর্জাতিক অভিষেক হয়। পরের মাসে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেন।
প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে অংশ নেওয়ার জন্য হিউম দ্রুতই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। আয়ারল্যান্ড দল বর্তমানে সিডনিতে অবস্থান করছে। তারা আগামীকাল মেলবোর্নে যাবে। সেখানে তারা নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
তাদের বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে। হোবার্টের বেলেরিভ ওভালে তারা গ্রুপ একের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জোশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেকর, লরকান টাকার ও গ্রাহাম হিউম।