পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্রিকেটারদের অবশ্য দম ফেলার সুযোগ নেই। আগামী ২০ জুলাই থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে। সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডে কোনো চমক রাখেনি বিসিবি। লঙ্কাবধের সারথি সবাইকেই রাখা হয়েছে। অপরিবর্তিত দল নিয়ে পাকিস্তান মিশনে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন কাটানো বাংলাদেশ দলের বড় সমস্যা, ধারাবাহিকতার অভাব। এটি ধরে রাখা বিশাল চ্যালেঞ্জ। শ্রীলঙ্কায় টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশ ধারাবহিক না হলে পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ার শঙ্কা আছে। জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল তাই জোর দিচ্ছেন এই দিকে।
বিমানবন্দরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘এটাই শেষ নয়। আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে। দল হিসেবে ধারাবাহিক হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে আমরা এগোচ্ছি। সবার সঙ্গে পরিকল্পনা করছি, কীভাবে একটু একটু করে ভালো করা যায়।’