ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন আকরাম খান

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ফরম্যাট বদলায় কিন্তু বাংলাদেশের ব্যাটিং বদলায় না। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ; একই ভুল বারবার করে আসছেন ব্যাটাররা। ফলাফল হিসেবে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে ২-১ ব্যবধানে হেরে। তিন ম্যাচের কোনো ম্যাচেই সুবিধা করতে পারেননি ব্যাটাররা। পুরো সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৭ রান এসেছিল পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।
লিটন-শান্ত-মিরাজদের এমন হতশ্রী ব্যাটিংয়ের পরে প্রশ্ন উঠছে সমস্যাটা কোথায়? সেই সমস্যা খুঁজে পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি পরিচালক আকরাম খান। আজ বুধবার (৯ জুলাই) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সেই কথা জানিয়েছেন তিনি।
আকরাম বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা- যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’
সম্প্রতি বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা তেমন কিছুরই ইঙ্গিত দেয়। তবে ঠিক কী কারণে ব্যাটাররা এত চাপ নিচ্ছেন, সেটা জানেন না আকরাম খান। বিসিবির এই পরিচালক বলেন, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচেই অলআউট হয়েছে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ব্যাটাররা। তাদের ব্যর্থতায় শেষদিকে হাল ধরতে হয়েছে বোলারদের। এমন অবস্থায় ব্যাটারদের নিয়ে হতাশ এক সময়ের জাতীয় দলের এই অধিনায়ক।
আকরাম বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে।’