পাল্লেকেলেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা নিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন সিরিজ জয়। অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
পাল্লেকেলের উইকেট প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। এখানে সময়েরে সঙ্গে সঙ্গে উইকেটও ব্যাটিং সহায়ক হয়ে উঠতে থাকে। যে কারণে এই মাঠে লক্ষ্য তাড়া করতে নামা দলগুলোর সফলতার হার বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন সুবিধাজনক।
শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই ইতিহাস লেখার সুযোগ সামনে এসেছে মিরাজ-তাসকিনদের। তবে পাল্লেকেলেতে এই ম্যাচে বৃষ্টির শঙ্কাও রয়েছে। এই মাঠে সর্বশেষ ৫ ওয়ানডেতে বৃষ্টির দেখা মিলেছে এবং এর মধ্যে চার ম্যাচেই ওভার কমাতে হয়েছে। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি।
পাল্লেকেলেতে এখন পর্যন্ত দুটি ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কাকে এখানে হারায় সফরকারীরা। সেই ম্যাচেও বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা হয়েছিল।