মেসি মনে করিয়ে দিলেন তার পুরোনো সময়কে

৩৮ বছর বয়সে এসেও লিওনেল মেসির বাঁ পায়ের জদুকরী খেলাটা ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছে। বার্সেলোনার জার্সিতে প্রায়ই দেখা যেত তার বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষের বেশ কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করতেন তিনি। ইন্টার মায়ামির জার্সিতে আজ রোববার (৬ জুলাই) সকালে এমনই একটি অসাধারণ গোল করে সমর্থকদের পুরোনো দিনের কথা মনে করালেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। এরপর আজ থেকে আবার মেজর লিগ সকারে মাঠে নেমেছে তারা। মেসির জোড়া গোলে মন্ট্রিয়ল সিএফকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
ম্যাচের শুরুটা ভালো হয়নি মেসি-সুয়ারেজদের। ২ মিনিটের মাথায় গোল হজম করে বসে মায়ামি। প্রিন্স ওসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল। এরপর প্রথমার্ধের ৩৩তম মিনিটে আলেন্দের গোলে সমতায় ফেরে মায়ামি। ৪০তম মিনিটে মেসি বল জালে জড়ালে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
বিরতি থেকে ফিরে এসে ৬০ মিনিটে ব্যবধান ৩-১ করেন সেগোভিয়া। এর দুই মিনিট পরই মেসি দেখান তার জাদুকরী পায়ের ছোঁয়া। ৬২তম মিনিটে মেসি যখন বাঁ পায়ের শটে বল জালে জড়ালেন তখন গোলরক্ষকসহ মন্ট্রিয়লের ৮ জন খেলোয়াড়ের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
মাঝমাঠের কিছুটা ওপরে সতীর্থ লুইস সুয়ারেজের কাছে থেকে বল পেয়ে টেনে নিয়ে বক্সের সামনে দুজনকে পাশ কাটিয়ে বক্সে ঢুকে যান মেসি। বক্সের ভেতরে তার পায়ের জাদুকরী ছোঁয়াতে বোকা বনে যান আরও দুজন ডিফেন্ডার। এরপর গোলরক্ষককে সামনে একা পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে পোস্টের ডান কোণা দিয়ে বল জালে জড়ান মেসি।
এরপর আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ৬ নম্বরে রয়েছে। শীর্ষে থাকা সিনসিনাটি তাদের থেকে চারটি ম্যাচ বেশি খেলেছে, ২১ ম্যাচে তদের পয়েন্ট ৪২।