তুর্কমেনিস্তানকে হারিয়ে উদযান করতে চায় বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারানোর পরে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা। তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই এখন বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে আগামীকাল মাঠে নামবে টাইগ্রেসরা। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশি সমর্থকরা ম্যাচটি সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন বিনামূল্যে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিয়নে প্লে স্পোর্টস (Pyone Play Sports) ইউটিউব চ্যানেল।
এক ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপে কোয়ালিফাই করলেও উদযাপটা বাকি রয়ে গেছে এখনও। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েই উদযাপন করতে চায় বাংলাদেশ। মিয়ানমারকে হারানোর পরে এমনটাই জানিয়েছেন, দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম। তিনি বলেন, 'এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদযাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদযাপন করবো।’
একই সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটুও। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালো আছে। ভালো মেজাজে আছে। আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ গেছে। এজন্য আজ আমরা রিকভারি করছি। স্ট্রেচিং ও সুইমিং করেছি।’
বাংলাদেশের এই সাফল্য অবশ্য মসৃন ছিল না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। একই দিন তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হলে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।