মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ, কীভাবে দেখবেন?

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে নাকে রশি দিয়ে ঘুরিয়েছিল বাংলাদেশ। এবার টানা দ্বিতীয় জয়ের খোঁজে টাইগ্রেসরা। সে লক্ষ্যেই আগামীকাল বুধবার (৩ জুলাই) স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
নারীদের গুরত্বপূর্ণ এই ম্যাচ কোথায় দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন অনেকেই। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো- নারী দলের এই ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে না। ফলে টেলিভিশনে দেখা যাবে না ম্যাচটি।
তবে বাংলাদেশি সমর্থকরা চাইলে ম্যাচটি সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন বিনামূল্যে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিয়নে প্লে স্পোর্টস (Pyone Play Sports) ইউটিউব চ্যানেল।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কারণ এবারের প্রতিপক্ষ আরও কঠিন। একে তো র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। তার ওপর খেলাটা তাদের ঘরের মাঠে। ফলে সব দিক থেকেই এগিয়ে থাকবে স্বাগতিকরা।
তবে সম্প্রতি কাগজ-কলমের হিসাবের বাইরে গিয়ে পারফর্ম করছে ইংলিশ কোচ পিটার বাটলারের দল। শুধু বাহরাইন নয়, ক’দিন ত্রিদেশিয় একটি টুর্নামেন্টে জর্ডান এবং ইন্দোনেশিয়ার মতো দলকে রুখে দিয়েছে বাংলোদেশ।
মিয়ানমার যে বাংলাদেশকে ভিন্ন চ্যালেঞ্জ জানাবে সেটা জানেন কোচ বাটলারও। তবে চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। গত ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, মিয়ানমার আমাদের ভিন্ন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে, একেবারেই ভিন্ন। তারা কৌশলগতভাবে দারুণ, সমর্থকদেরও পাশে পাবে। কিন্তু আমি মনে করি, আমরা প্রস্তুত তাদের জন্য।’
অন্যদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলই উড়ছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছিল বাংলাদেশ-মিয়ানমার দুই দলই। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী স্বাগতিক মিয়ানমারও।
ম্যাচকে সামনে রেখে আজ ইয়াঙ্গুনের ৫ নম্বর অনুশীলন মাঠে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে বড় ম্যাচের চ্যালেঞ্জ জয়ের আত্মবিশ্বাসী কণ্ঠ শুনিয়েছেন মিডফিল্ডার স্বপ্ন রানী দাস।
অনুশীলন শেষে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কালকে যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তো সবাই আমরা সেদিকেই মনযোগ দিচ্ছি। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো এবং আশাকরি একটা ভালো ম্যাচ হবে।’
বাংলাদেশ নারী ফুটবল দল:
আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), মনিকা চাকমা, মারিয়া মান্দা, রিতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সৌরভি আকন্দা প্রীতি, সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবীরন খাতুন, মিলে আক্তার, উম্মেলা মারমা ও নিলুফা ইয়াসমিন নিলা।