আরেকটি সাফের মিশনে ভুটান যাচ্ছে বাংলাদেশ

দেশের নারী ফুটবলে এখন ব্যস্ত সূচি চলছে। এক দলের খেলা শেষ হয় তো আরেক দলের শুরু। সাফল্যও আসছে নিয়মিত। এবার সাফের মিশনে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আগামীকাল সাফের শিরোপা ধরে রাখতে ভুটান যাবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক ও কোচ। সেখানেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মাহবুবুর রহমান। অনূর্ধ্ব-১৪ নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এবার অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সাফ আয়োজন হলেও গত বছর এই টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। সেবার শিরোপা উঁচিয়ে ধরেছি বাংলাদেশ। এর আগে প্রথম আসর থেকে চতুর্থ আসর পর্যন্ত হয়েছিল অনূর্ধ্ব-১৫ পর্যায়ে। এরপর ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল সাফের এই প্রতিযোগিতা। সবমিলিয়ে এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সমান দুবারের চ্যাম্পিয়ন ভারতও।
এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল। স্বাগতিক ভুটানের সঙ্গে খেলবে বাংলাদেশ, ভারত ও নেপাল। একে অন্যের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা দলের হাতে উঠবে শিরোপা। ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুতে হবে এই টুর্নামেন্ট।
শিরোপা ধরে রাখার মিশনে গেলেও সেটা সহজ হবে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের জন্য। গত বছরের পর এক বছরে একটি ম্যাচও খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর সাফের মঞ্চে। ক্যাম্পের প্রস্তুতি নিয়েই নামতে হবে শিরোপা ধরে রাখার মিশনে।
টুর্নামেন্টের শুরুর দিনই মাঠে নামবে বাংলাদেশ। ২০ আগস্ট বাংলার বাঘিনীদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। ২২ আগস্ট খেলবে ভারতের বিপক্ষে। পরের দুই ম্যাচই নেপালের বিপক্ষে। ২৪ ও ২৭ আগস্ট খেলবে নেপালিয়ানদের বিপক্ষে। ২৯ তারিখে আবারও প্রতিপক্ষ ভুটান। ৩১ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), সুরভী আকন্দ, সুরভী রানী, ক্রানুচিং মারমা, ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, রিয়া, ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, ঈশিতা ত্রিপুরা, মোসাম্মত আলমিনা, আমেনা খাতুন, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, মামনি চাকমা ও পূর্ণিমা মারমা।