ভুটানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ভুটানে সাফের নতুন মিশনে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে বাংলাদেশ। দুই উইং ধরে আক্রমণে উঠে ভীতি ছড়াতে থাকে স্বাগতিকদের রক্ষণভাগে। তবে, গোল পাওয়া হচ্ছিল না কোনোভাবেই। কখনো নিজেদের ভুল, কখনো প্রতিপক্ষের বাধা আবার কখনো গোলবারের বাধায় পাওয়া হচ্ছিল না সোনার হরিণ গোল।
মাঝখানে আবার প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিডফিল্ডার মৌমিতা খাতুন। চোটের মাত্রা এতটাই গুরুতর ছিল যে, শেষ পর্যন্ত তুলে নিতে হয় তাকে।
সবমিলিয়ে যেনো হতাশা ঘিরে ধরেছিল বাংলাদেশকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সব হতাশাকে জয় করে লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের ডেডলক ভাঙ্গেন সুরভী আকন্দ প্রীতি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান ডিফেন্ডার আরিফা আক্তার। সেই বল গ্লাভসবন্দি করতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। সামনে থাকা প্রীতি হেডে বল জড়িয়ে দেন জালে।
এই গোলে ১-০ লিড নিয়ে হাসতে হাসতে বিরতিতে যায় বাংলাদেশ।