এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে আবারো লাওস গেলেন আফঈদা-স্বপ্নারা

গত মাসেই লাওস থেকে সফলতার গল্প লিখে ফিরেছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ দলকে এশিয়ান কাপের মূলপর্বে তুলেছিলেন। সপ্তাহ দুয়েক পার না হতেই আজ আবারও লাওসের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আফঈদা।
গত কয়েক দিন আগে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানের বিমান ধরেছিলেন তিনি। সেখান থেকেই আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ধরছেন লাওসের বিমান। এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাবের হয়ে খেলবেন আফঈদা।
শুধু আফঈদাই নয় ক্লাবটির হয়ে খেলবেন আরও চার বাংলাদেশি ফুটবলার। তারা হলেন- তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রাণী। এর মধ্যে তহুরা, শামসুন্নাহার ও রিপা আগে থেকেই ক্লাবটির হয়ে ভুটানের লিগে খেলছেন। আর শুধু এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য ক্লাবটি দলে ভিড়িয়েছে আফঈদা ও স্বপ্না রাণীকে। এই পাঁচ ফুটবলারের মধ্যে আফঈদা ও স্বপ্নার লাওসে খেলার অভিজ্ঞতা আছে।
লাওসে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলেই দেশে ফিরবেন আফঈদা ও স্বপ্না। ব্যস্ত সময় পার করবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ। বাকি তিন ফুটবলার অবশ্য ভুটানের ঘরোয়া লিগ খেলবেন। যা নভেম্বর পর্যন্ত চলার কথা। রয়্যাল থিম্পু কলেজ গত আসরের লিগ চ্যাম্পিয়ন।
প্রসঙ্গত, নারী সাফের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দেশের নারী ফুটবলেও নতুন জাগরণ তৈরি হয়েছে। কিন্তু এখনো নারীদের ক্লাব ফুটবল প্রাতিষ্ঠানিক রূপ তো দূরে থাক, নিয়মিত লিগই আয়োজন হয় না বাংলাদেশে। অথচ ভুটানে নিয়মিত আয়োজন হচ্ছে লিগ। যেখানে বাংলাদেশের নারী ফুটবলারদের বড় একটা সংখ্যা অংশও নিচ্ছে।
নিজেদের সেই লিগ ছাপিয়ে প্রতিবছর দেশটি থেকে ক্লাবগুলো অংশ নিচ্ছে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপেও। টুর্নামেন্টের গত আসরেও বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।