ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হোচট খেল ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর চমক দেখা গেছে গ্রুপ পর্ব থেকেই। ক্লাব বিশ্বকাপে একের পর এক ইউরোপিয়ান জায়ান্টদের পরাজয়ের স্বাদ দিচ্ছে তারা। গ্রুপপর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারায় বোতাফোগো, ইংলিশ জায়ান্ট চেলসি হারে ফ্ল্যামেঙ্গোর কাছে। হারলেও তারা প্রতিযোগিতায় টিকে আছে এখনো। কিন্তু এবার ইউরোপিয়ান রানার্স আপ ইন্টার মিলানকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গতকাল (৩০ জুন) রাতে ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছাল তারা। এর আগে পালমেইরাস বোটাফোগোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।
ম্যাচের শুরুতেই গেরমান কানোর গোল এবং অতিরিক্ত সময়ে হারকিউলিসের নির্ভুল শটে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা অবিস্মরণীয় এক জয় পায়।
২০২৩ কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন দলটি ম্যাচজুড়ে ছিল দারুণ গোছানো ও আত্মবিশ্বাসী। কোচ রেনাতো গাউচোর কৌশলগত তিন ডিফেন্ডারের রক্ষণভাগ ইন্টারকে বিচলিত করে ফেলে পুরো ম্যাচে।
প্রথমার্ধে খেলার শুরুতেই এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ম্যাচের তৃতীয় মিনিটেই হেডে গোল করে ব্রাজিলের ক্লাবটিকে এগিয়ে নেন গেরমান কানো। ডান পাশ থেকে বাড়ানো ক্রসে নিচু বলে হেড দিলে তা ইয়ান সমারের পায়ের মাঝে দিয়ে জালে জড়িয়ে যায় । ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসলেও ইগনাসিওর গোল অফসাইডে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ইউরোপিয়ান রানার্সআপরা গোল শোধে মরিয়া হয়ে ওঠে। বদলি খেলোয়াড় সেবাস্তিয়ানো এসপোসিতোর শট ফ্লুমিনেন্স গোলরক্ষক ফাবিও রুখে দেন এবং লাওতারো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করা সময়ে গোল করে ফ্লুমিনেন্সের ব্যবধান দ্বিগুণ করে হারকিউলিস। ৯৩তম মিনিটে বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের নিখুঁত শটে নিচের ডান কোণ দিয়ে বল জালে পাঠান তিনি।
ইন্টার বল দখলে আধিপত্য রাখলেও, গোলের সুযোগ তৈরিতে পিছিয়েই ছিল। ইতালিয়ান ক্লাবটি ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিলে লক্ষ্যে ছিল ৪টি। অন্যদিকে ফ্লুমিনেন্স ৩২ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলে লক্ষ্যে ছিল ৪টি।
ফ্লুমিনেন্সের ৪৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও দারুণকিছু সেভে দিয়ে ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন।
কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা আল হিলালের মধ্যে যে দল জয়ী হবে তারা। ম্যাচটি আগামী শুক্রবার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে।