ক্লাব বিশ্বকাপ জিতে কত টাকা পেল চেলসি

প্রথমবারের মতো ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করলো ফিফা। তাতে পুরস্কারের অঙ্কটাও ছিল বেশ বড়; ১ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টটির পর্দাও নেমেছে জাঁকজমক এক ফাইনাল দিয়ে।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ধরাশায়ী হয়েছে চেলসির কাছে। ক্লাব বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন চেলসি যে অর্থটা পেয়েছে তা ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা থেকে আড়াইগুণেরও বেশি।
ক্লাবের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়ে চেলসি সব মিলিয়ে পেয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা। টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদই তারা পেয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার বা প্রায় ৩৪৪ কোটি টাকা। পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছে ৮ কোটি ৪৬ লাখ ডলার। ফাইনাল জয়ের পর আরো প্রায় ৪ কোটি ডলার বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা পেয়েছে ইংরিশ ক্লাবটি।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার (বর্তমান মূল্য অনুযায়ী ৫১০ কোটি ৬০ লাখ টাকার বেশি)। ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর চেলসি পেল ১১ কোটি ৩০ লাখ ডলার, যা আর্জেন্টিনার থেকে আড়াইগুণেরও বেশি।
ফাইনালে হেরেও পিএসজির পকেটে বিপুল অঙ্কের অর্থ ঢুকেছে। রানার্সআপ হয়ে তারা পেয়েছে ১০ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ২৮৬ কোটি টাকা। সেমিফাইনালে পিএসজির কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ পেয়েছে ৮ কোটি ৯৭ লাখ ডলার বা ১ হাজার ৯১ কোটি টাকা। প্রতিযোগিতা থেকে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে স্প্যানিশ ক্লাবটি।
সেমিফাইনালে ওঠা আরেক ক্লাব ফ্লুমিনেন্স পেয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলার বা ৮২৭ কোটি টাকার মতো। শেষ চারে চেলসির বিপক্ষে হেরে যায় তারা। ক্লাব বিশ্বকাপ থেকে চতুর্থ সর্বোচ্চ আয় করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।