পিএসজি ম্যাচের আগে রিয়ালের ঘটনাবহুল বিমানযাত্রা

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ পিএসজির মুখোমুখি হওয়ার আগে কঠিন এক উড়োজাহাজ ভ্রমণ করল রিয়াল মাদ্রিদ। বিভিন্ন বাধা-বিপত্তির সঙ্গে সঙ্গে শঙ্কায়ও ছিলেন ফুটবলাররা। বাধ্য হয়ে পরিবর্তন করতে হয়েছে সময়সূচী। নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘন্টা বেশি ভ্রমণ করতে হয়েছে তাদের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রিয়ালের সবচেয়ে অস্বস্তিকর ভ্রমণগুলোর একটি ছিল এটি।
মার্কা জানায়, সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউয়ার্কের উদ্দেশে রওনা দেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু শুরুতেই ঝড়ের কবলে পড়ে তাদের ফ্লাইট বিলম্বিত হয় প্রায় দেড় ঘন্টা।
রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর সংবাদ সম্মেলনে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। কিন্তু নির্দিষ্ট সময়ের ২৫ মিনিট অতিবাহিত হয়ে গেলেও সেখানে পৌঁছাতে পারেনি আলোনসো।
বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫ মিনিটে রিয়াল নিজেদের পরিস্থিতি জানিয়ে বলে, ‘আমরা এখনো উড়োজাহাজের ভেতরেই আছি।’
মার্কা জানিয়েছে, রিয়ালকে বহর করা উড়োজাহাজটি নিউয়ার্ক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও কোনো রানওয়ে ফাঁকা না থাকায় তখনও আকাশে উড়ছিল। এসময় নিজেদের রুট অনুযায়ী চক্কর দিতে থাকে উড়োজাহাজটি।
প্রথমে উড়োজাহাজটি ভার্জিনিয়ায় ও পরে নিউইয়র্কের কাছাকাছি অ্যালেনটাউনে অবতরণের চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পেরে একপর্যায়ে রিয়াল ফিফাকে মিডিয়া ইভেন্ট বাতিল করার অনুরোধ জানায়। এরপর ফিফা এতে সম্মতি দেয়।
ভোর ৫টায় শুরু হওয়া পিএসজি কোচ লুইস এনরিকের সংবাদ সম্মেলন শেষে ফিফা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানান, ‘(স্থানীয় সময়) আজ রাতে জাবি আলোনসোর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’
অনাকাঙ্খিত পরিস্থিতি পার করে শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ৬টা ৫৩ মিনিটে রিয়ালের উড়োজাহাজটি নিউইয়র্কে অবতরণ করে। ঘরির কাটা অনুযায়ী, রিয়ালের উড়োজাহাজটি উড্ডয়নের নির্ধারিত সময় থেকে চার ঘণ্টা পর নিউইয়র্কে এসে পৌঁছায়। এরপর প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার একটু আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে রিয়ালের সদস্যরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টিম হোটেলে পৌঁছান।