টেস্ট চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা?

লর্ডসে কঠিন লড়াই জিতে প্রথমবার শিরোপার স্বাদ নিয়েছেন দক্ষিণ আফ্রিকা। পূর্ণতা পেয়েছে দীর্ঘ শিরোপা খরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে মার্করাম-বাভুমারা। এরপর অনেকের মনেই প্রশ্ন জেগেছে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা?
আইসিসির তথ্য বলছে, এবার মোট অংকের প্রাইজমানিই পেয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশি টাকায় যেটা অর্ধশত কোটিরও বেশি। চলতি বছরের ১৫ মে এ সংবাদ বিজ্ঞপ্তি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। এবার মোট অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭০ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকা)। যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আইসিসির ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। আগের দুই আসরে (২০২১ ও ২০২৩) চ্যাম্পিয়ন দল পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ১৫ লাখ টাকা।
রানার্স-আপ অস্ট্রেলিয়াও পাচ্ছে মোটা অংকের প্রাইজমানি। প্যাট কামিন্সের দল পাচ্ছে ২.১৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় যা ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি।