বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
স্মিথ-ওয়েবস্টারের ব্যাটে প্রোটিয়াদের জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

দিনের শুরুতে দাপট দেখালো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বোলিং আক্রমণে এলোমেলো হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং। পরের সেশনে হলো ঠিক তার উল্টোটা। দ্বিতীয় সেশন নিজেদের করে নিলো অসিরা। মধ্যাহ্ন বিরতির পর স্মিথ আর ওয়েবস্টার শাসন করেছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের। এই দুই তারকার ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।
লর্ডসে চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টসে হেরে ব্যাট করতে নেমে চা বিরতির আগে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছে অস্ট্রেলিয়া। উইকেটে অপরাজিত আছেন দুই অসি ব্যাটার ব্রিউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি। ৭৬ বলে ৫৫ রান করেছেন ওয়েবস্টার। আর ২৯ বলে ২২ রান করেছেন ক্যারি।
মধ্যাহ্ন বিরতির পরে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার হাল ধরেন স্টিভেন স্মিথ। তাকে সঙ্গ দিতে আসেন ওয়েবস্টার। দুজনে মিলে দক্ষ হাতে দলকে এগিয়ে নিয়েছেন। এখন পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ জুটিটি গড়েছেন তারাই। পঞ্চম উইকেট জুটিতে ১১৪ বলে ৭৯ রান তুলেন এই দুজন মিলে।
দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। আশা দেখাচ্ছিলেন দলকে। তবে তাকে সেঞ্চুরির সুবাতাশ পেতে দেননি এইডেন মার্করাম। স্লিপে থাকা মার্কো ইয়ানসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন তাকে। ৪২ ওভারের শেষ বলে মার্করামকে উড়িয়ে মারতে চেয়েছিলেন স্মিথ। কিন্তু সেটা ব্যাটের উপরের দিক স্পর্শ বল চলে যায় স্লিপে থাকা ইয়ানসেনের কাছে। তিনবারের প্রচেষ্টায় সেটাকে তালু বন্দি করেন তিনি।
স্মিথ ফিরলেও দলকে বিপদে পড়তে দেননি ওয়েবস্টার। অ্যালেক্স ক্যারিকে নিয়ে জুটি গড়েন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে ৫২ বলে ৪৪ রান তুলেছেন তারা। মাঝখানে অর্ধশতক তুলে নেন ওয়েবস্টার। এই দুজনের দৃড়তায় আর কোনো উইকেট না হারিয়েই চা বিরতিতে যায় অসিরা। ৮ চারে ৭৬ বলে ৫৫ রান করে অপরাজিত আছেন ওয়েবস্টার। আর ৪ চারে ২৯ বলে ২২ রান ক্যারির।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা আর মার্নাস লাবুশেন। সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন রাবাদা। ২০ বল খেলে কোনো রান না করেই ফিরে যান খাজা। সপ্তম ওভারের তৃতীয় রাবাদার বলে ডিফেন্স করার চেষ্টায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সেটাকে তালু বন্দি করেন বেডিংহ্যাম। উদ্বোধনী জুটিতে আসে মোটে ১২ রান।
তিন নম্বরে আসা ক্যামেরন গ্রিন এসে প্রথম বলেই রাবাদাকে চার মেরে শুরু করেন। ওভারের শেষ বলে সেটার জবাব দেন রাবাদা। গ্রিনকে ফেরান মার্করামের ক্যাচ বানিয়ে। ফেরার আগে ৩ বলে ৪ রান করেন তিনি।
এরপর অজিদের উপর চড়াও হন মার্কো ইয়ানসেন। দেখেশুনে খেলতে থাকা মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন তিনি। এক চারে ৫৬ বলে ১৭ রান করে ভেরেইনানের কাছে ধরা পড়েন তিনি।
ট্রাভিস হেডও আশা দেখিয়ে ফিরে যান মধ্যাহ্ন বিরতির শেষ বলে। তিনিও ইয়ানসেন আর ভেরেইনানের ফাঁদে ধরা পড়েন। এক চারে ১১ বলে ১৩ রান করেন তিনি। হেড আউট হলেই মধ্যাহ্ন বিরতির ঘোষনা দেন আম্পায়ার।
বাকিদের যাওয়া-আসার মিছিলে মাটি কামড়ে পড়ে আছেন অভিজ্ঞ স্মিথ। এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ৫ চারে ৫১ বলে ২৬ রান করে অপরাজিত আছেন স্মিথ।