মাঠে আঘাত পেয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল মাঠে আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন স্পেনের তরুণ গোলরক্ষক রাউল রামিরেজ ওসোরিও। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) স্পেনের পঞ্চম স্তরের লীগে সিডি কলিন্দ্রেসের সঙ্গে এসডি রেভিয়ার ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে পড়ে যান রাউল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।কান্তাব্রিয়া ফুটবল...