এবার নেইমারের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা

চোট আর নেইমার জুনিয়র যেন একই সুতোয় গাঁথা মালা। ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে চোটের থাবায়। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন সেও প্রায় বছর দুয়েক হয়ে গেল। একের পর এক চোটের থাবায় প্রিয় হলুদ জার্সিটা গায়ে জড়ানো হচ্ছে না নেইমারের।
কদিন আগে নেইমার বলেছিলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে সবকিছুই করবেন তিনি। চোট থেকে ফিরতে চেষ্টাও করে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু সেই চেষ্টাকে বৃথা করে দিয়ে আবারও চোটের থাবায় পড়েছেন নেইমার।
নেইমারের ক্লাব সান্তোস নিশ্চিত করেছে, উরুর চোটের কারণে আবারও ছিটকে গেছেন নেইমার। নভেম্বরের আগে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা জানিয়েছেন, চলতি মৌসুমের শেষ দিকে মাঠে ফেরার জন্য পূণর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি।
নতুন করে নেইমারের চোটে পড়ায় তার বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, নেইমারকে জাতীয় দলে ফিরতে হলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একটি শর্ত বেঁধে দিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকতে হবে তাকে।
নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি চাই সে পুরোপুরি ফিট থাকুক, যাতে মাঠে নামতে পারে। যদি সে শারীরিকভাবে ঠিক থাকে, তবে বিশ্বকাপে অংশ নিতে পারবে। টেকনিক্যাল দিক থেকে তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। চোটের কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গেও সম্পর্কটা ভালো যায়নি। তাই পাড়ি জমান শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু সেখানেও চোট পিছু ছাড়ছে না। ঠিকমতো মাঠেই নামা হচ্ছে না তার।