হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না জামাল

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ঘরের মাঠের এই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সফরকারী হংকং বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই জয় ছাড়া কিছু ভাবছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। সতীর্থদের মনে করিয়ে দিলেন, জয়ের শতভাগ উজাড় করে দিতে হবে সবাইকে...