শুরুতেই হোঁচট খেল ব্রাজিল

ইনজুরির কারণে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন কাকা, দগলাস কস্তার মতো ব্রাজিলের বেশ কয়েকজন তারকা ফুটবলার। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারও নেই ব্রাজিলের কোপা আমেরিকা দলে। আর তাঁদের অনুপস্থিতিটাও বেশ ভালোমতো টের পেল ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হতাশ হতে হলো সেলেসাওদের। ইকুয়েডরের বিপক্ষে মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র করে।
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ব্রাজিলের পক্ষে না গেলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের।
৬৬ মিনিটের মাথায় ইকুয়েডরের মিডফিল্ডার মিলার বোলানোসের শট ঠিকমতো গ্রিপ করতে না পেরে জালে জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। কিন্তু বোলানোস শটটা মাঠের বাইরে থেকে নিয়েছিলেন—এ যুক্তিতে গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি। পরে অবশ্য টেলিভিশন রিপ্লে থেকে দেখা গেছে যে, শট নেওয়ার সময় বলটা মাঠের মধ্যেই ছিল। দ্বিতীয়ার্ধে এই একটি ঘটনা ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেননি দুই দলের ফুটবলাররা।
ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল দারুণ উত্তেজনার মধ্য দিয়ে। ৫ মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণভাগে ভীতি ছড়িয়েছিলেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। ডান দিক দিয়ে দৌড়ে গিয়ে বল বাড়িয়েছিলেন বোলানোসের দিকে। বোলানোসও নিয়েছিলেন জোরালো শট। কিন্তু বলটা চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। দুই মিনিট পরে ব্রাজিলও দিয়েছিল দারুণ জবাব। বেশ খানিকটা দৌড়ে গিয়ে কতিনিয়োর দিকে বল বাড়িয়েছিলেন উইলিয়ান। কিন্তু কতিনিয়োর শট দারুণভাবে রুখে দেন ইকুয়েডরের গোলরক্ষক এস্তেবান ড্রিয়ের।
কোপা আমেরিকার অপর ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পেরু। এই জয় দিয়ে ‘বি’ গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ব্রাজিল ও ইকুয়েডর।