মার্তার জাদুতে কোপা আমেরিকায় ব্রাজিলের নবম শিরোপা জয়

রুদ্ধশ্বাস এক ফাইনালের পর দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে ব্রাজিলের মেয়েরা। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর। আজ রোববার (৩ আগস্ট) সকালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে নারীদের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। নাটকীয় এক ফাইনালের পর শিরোপর উল্লাসে মেতে উঠেছে তারা।
নারীদের কোপা আমেরিকায় দশ আসরের মধ্যে নবম শিরোপার দেখা পেল ব্রাজিলের নারী দল। ৩৯ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার মার্তা বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করে দলকে টাইব্রেকারে টেনে নিলে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
শনিবার ইকুয়েডরের কুইটোতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে কলম্বিয়া তিনবার এগিয়ে গেলেও প্রতিবারই সমতায় ফিরেছে ব্রাজিল। নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলে ড্র ছিল। এরপর ম্যাচের অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ৪-৪। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেও কলম্বিয়া শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে হেরে যায়।
ম্যাচের ২৫তম মিনিটেই লিন্ডা কাইসেদোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। তবে প্রথমার্ধের যোগ কার সময়ে অ্যাঞ্জেলিনা আলোনসো সমতা ফেরান ব্রাজিলকে।
দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার তারসিয়ানে আত্মঘাতী গোল করে বসলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। তবে ৮০ মিনিটে অ্যামান্ডা গুতিয়েরেস গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান।
এরপর ৮৮তম মিনিটে মায়রা রামিরেজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, যোগ করা সময়ে ৯৬তম মিনিটে বদলি হিসেবে নামা কিংবদন্তি মার্তা গোল করে ব্রাজিলকে ৩-৩ গোলে আবার সমতায় ফেরান।
অতিরিক্ত সময়ের শুরুতেই (১০৫ মিনিটে) আবার গোল করেন মার্তা, ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এই ৪-৩ ব্যবধানেই খেলাটা শেষ হয়নি। ১১৫ মিনিটে লেইসি সান্তোস গোল করে কলম্বিয়াকে আবার সমতায় ফেরান, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটেও শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথম দুটি শটের একটি শট মিস করে ব্রাজিল। এরপর তৃতীয় ও চতুর্থ শট মিস করে বসে কলম্বিয়া, এগিয়ে যায় ব্রাজিল। তবে শিরোপা নির্ধারণী ব্রাজিলের পঞ্চম শটটি মিস করে বসে ব্রাজিল। পঞ্চম শটে কলম্বিয়া গোল করে আবার সমতায় ফেরে।
এরপর শুরু হয় বাঁচা মরার লড়াই। ষষ্ঠ শটে দুই দলই গোল করে। তবে সপ্তম শটে কলম্বিয়া মিস করলেও ব্রাজিল এবার ঠিকই লক্ষ্যভেদ করে শিরোপার উল্লাসে মেতে ওঠে। টাইব্রেকারে কলম্বিয়ার দুটি শট ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দা সিলভা।
নারীদের কোপা আমেরিকায় দশ আসরের মধ্যে নয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা পঞ্চম শিরোপার দেখা পেল ব্রাজিল। গত পাঁচ আসরের মধ্যে চার বারই ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়ে জয় পেয়েছে তারা।
টুর্নামেন্ট সেরা হয়েছেন ব্রাজিলের মার্তা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাজিলের অ্যামান্ডা গুতিয়েরেস এবং সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাপিয়ার হাতে।