সেরা একাদশ নিয়েই মাঠে ভারত-পাকিস্তান

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বাগতিক ভারত বেশ চাপের মুখে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতে পাকিস্তান বেশ উজ্জীবিত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায় নামছে সেরা দল নিয়েই।
আজ শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে ভারত ফিল্ডিংয়ে নেমেছে। ম্যাচ হবে ১৮ ওভারের।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মহেদ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।
পাকিস্তান একাদশ : সারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।