ভারতকে ১১৯ রানের চ্যালেঞ্জ পাকিস্তানের

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের শুরুটা ধীরগতিতে করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। একটা সময় মনে হয়েছিল দলীয় সংগ্রহটা তিন অঙ্কের ঘরে নিয়ে যেতে পারবেন না আফ্রিদিরা। কিন্তু শেষপর্যায়ে উমর আকমল ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১১৮ রান জমা করেছে পাকিস্তান। ১৮ ওভারের ম্যাচে জিততে হলে ভারতকে করতে হবে ১১৯ রান।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ বল খেলে ৩৮ রান যোগ করেছিলেন দুই ওপেনার সারজিল খান ও আহমেদ শেহজাদ। অষ্টম ওভারে ২৪ বলে ১৭ রান করে সুরেশ রায়নার শিকারে পরিণত হয়েছেন সারজিল। দশম ওভারে শেহজাদের (২৫) উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরা। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক শহীদ আফ্রিদিও জ্বলে উঠতে পারেননি। দ্বাদশ ওভারে ফিরে যাওয়ার আগে করেছিলেন ১৪ বলে ৮ রান। সেসময় পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র ৬০ রান। তবে এরপর রানের চাকা দ্রুত ঘুরিয়েছেন আকমল ও শোয়েব মালিক। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ২৪ বলে ৪১ রানের ঝড়ো জুটি। এই দুজন শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারলে হয়তো সংগ্রহটা আরও বড় করতে পারত পাকিস্তান। ১৬তম ওভারে আকমল আউট হয়েছেন ২২ রান করে। তার পরের ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন মালিক। শেষ দুই ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে ১৫ রান।
পাক-ভারত ম্যাচ ঘিরে কত কিছুরই না পরিকল্পনা করেছিলেন আয়োজকরা। দুই দলের সাবেক অধিনায়কদের সংবর্ধনা, বলিউড তারকাদের ঝলক- সব কিছুই ভেস্তে দিতে বসেছিল বৃষ্টি। তবে কিছুটা দেরিতে হলেও অবশেষে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বৃষ্টির কারণে অবশ্য ম্যাচে দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে দুই ওভার। ১৮ ওভারের ম্যাচে পাওয়ার প্লে থাকবে প্রথম পাঁচ ওভার। সর্বোচ্চ ৪ ওভার করে বল করতে পারবেন চারজন বোলার।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মহেদ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।
পাকিস্তান একাদশ: শার্জিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ, মোহ্ম্মাদ আমির, মোহাম্মদ ইরফান।