বৃষ্টি পিছু ছাড়ছে না ভারত-পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে পড়ে গিয়েছিল সাজসাজ রব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কলকাতায় বৃষ্টির কারণে খেলাটি শেষপর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। মজার ব্যাপার হলো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাক-ভারত ম্যাচও পড়েছে বৃষ্টির বাধার মুখে।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দারুণ জমে উঠেছিল ভারত ও পাকিস্তানের নারী ক্রিকেটারদের লড়াই। ভারতের ছুড়ে দেওয়া ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে ফেলেছিলেন পাকিস্তানের মেয়েরা। শেষ ২৪ বলে তাঁদের প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু উত্তেজনাপূর্ণ পর্যায়ে হুট করেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। খেলাটি আর মাঠে গড়াবে কি না, তা নিয়েও জেগেছে শঙ্কা। এই অবস্থায় খেলা আর না হলে অবশ্য পাকিস্তানের মেয়েরাই হাসবেন জয়ের হাসি। ম্যাচের এই অবস্থায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাঁদের প্রয়োজন ছিল ৭৫ রান।
অন্যদিকে কলকাতার ইডেন গার্ডেনসে ছেলেদের ম্যাচটিও সকাল থেকেই আছে বৃষ্টির শঙ্কায়। বিকেলের পর থেকে বেশ কয়েকবার বৃষ্টি থেমেছে, আবার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় সদ্যই বৃষ্টি থেমেছে কলকাতায়। মাঠকর্মীরা নেমে পড়েছেন পানিনিষ্কাশনের কাজে। আবারও যে নতুন করে বৃষ্টি শুরু হবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক-ভারত লড়াইয়ের প্রায় পুরোটা সময়ই বৃষ্টি থাকল আলোচনার কেন্দ্রে।