বোলারের ওপর ব্যাট চালালেন আফ্রিদি!

টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে বলের চেয়ে ব্যাটের দাপটই বেশি দেখা যায়। বোলারদের করা প্রায় প্রতিটি বলই মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করে যান ব্যাটসম্যানরা। ব্যাট দিয়ে বলকে আঘাতটা নিয়মসিদ্ধ। কিন্তু ব্যাটের আঘাত বোলারের ওপর গিয়ে পড়লে সেটাকে ব্যতিক্রম বলেই বিবেচনা করতে হয়। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলে সম্প্রতি এমন ঘটনাই ঘটতে দেখা গেল। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ব্যাট চালিয়েছেন বোলার বিলাওয়াল ভাট্টির ওপর।
বুধবার পিএসএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও করাচি কিংস। জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিল আফ্রিদির দল পেশোয়ার। ইনিংসের দ্বাদশ ওভারের পঞ্চম বলে আফ্রিদিকে এলবিডব্লিউ করার আবেদন করছিলেন বিলাওয়াল। আম্পায়ারও সেই আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেছিলেন আফ্রিদিকে। উইকেট পাওয়ার উদযাপনে মেতে উঠেছিলেন বিলাওয়াল। হঠাৎই দৌড়ে এসে বিলাওয়ালকে ব্যাট দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন আফ্রিদি। বেশ আঘাত পেয়ে মাঠের ওপরেই পড়ে গিয়েছিলেন পাকিস্তানের ডানহাতি পেসার।
২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে প্রায় একই রকম কাণ্ড করতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন ভারতের অধিনায়ক। সে জন্য ম্যাচ শেষে জরিমানাও গুনতে হয়েছিল ধোনিকে। বিলাওয়ালকে ব্যাট দিয়ে আঘাত করে সরিয়ে দেওয়ার জন্য আফ্রিদিকে অবশ্য কোনো জরিমানা করা হয়নি।
দেখুন ভিডিও: