ধোনির মেয়ের জন্মদিনে শুভেচ্ছার বন্যা

সময় কত দ্রুতই না চলে যায়! গত বছর এই সময় মহেন্দ্র সিং ধোনি ছিলেন অস্ট্রেলিয়ায়, দলকে নিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনে। প্রিয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি ভারতের সফলতম অধিনায়ক। ধোনির মেয়ে জিভা এক বছর পূর্ণ করল শনিবার। এবার মেয়ের পাশেই আছেন ‘এমএসডি’, প্রথম জন্মদিনে সপরিবারে মেতে উঠেছেন উৎসবে।
মেয়ের সঙ্গে ধোনির একটা ছবিও আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে ছোট্ট জিভাকে নিয়ে বসে আছেন একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা ধোনি। ধোনির স্ত্রী সাক্ষী মেয়েকে শুভকামনা জানিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন জিভা। আমাদের জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে ভালোবাসা দেয়া প্রত্যেককেও।’
বাবা বিশাল ক্রিকেট-তারকা। জিভা তাই সব সময়ই ভারতীয়দের আগ্রহের কেন্দ্রে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ-অভিযান শেষে দেশে ফিরে ধোনি মেয়েকে নিয়ে যেখানেই গেছেন, সব সময়ই তাঁকে তাড়া করেছেন সংবাদকর্মীরা। জিভার জন্মদিনে ধোনিভক্তরা শুভেচ্ছা আর শুভকামনার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তেমনই এক ভক্ত লতিকা কৌশিক টুইটারে লিখেছেন, ‘মিষ্টি রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা।’ দীক্ষা নায়েক নামে আরেকজনের টুইট, ‘শুভ জন্মদিন হৃদয়ের রাজকন্যা। এই গ্রহে তুমিই সবচেয়ে সুন্দর শিশু।’