ভারতে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের জামাল

গলফ খেলা নিয়ে খুব বেশি চর্চা হয় না বাংলাদেশে। এই খেলাতেই ভারতে বাংলাদেশের পতাকা ওড়ালেন গলফার জামাল হোসেন। ভারতে অনুষ্ঠিত তেলেঙ্গানা গোলোকোন্ডা মাস্টার্স ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে তিনি।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে এই রাউন্ড ভেস্তে যায়। ফলে ৫৪ হোল শেষে মোট স্কোরের ভিত্তিতেই টুর্নামেন্টের ফলাফল ঘোষণা করা হয়। আগের তিন রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করায় চ্যাম্পিয়নের মুকুট ওঠে জামালের হাতে।
প্রথম তিন রাউন্ড শেষে চার শটের লিড নিয়ে ২৩-আন্ডার ১৮৭ স্কোর করে শীর্ষে ছিলেন লাল-সবুজের প্রতিনিধি জামাল হোসেন। সেটি তাকে শিরোপা এনে দিয়েছে। গত বছরের নভম্বেরের পরে প্রথম শিরোপা জিতলেন তিনি। বাংলাদেশি এই গলফারের ষষ্ঠ শিরোপা এটি।
শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। পিজিটিআই অর্ডার অব মেরিটে সেরা দশে উঠে এসেছেন তিনি। ১৪ নম্বরে থাকা জামাল ৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১০ নম্বরে।
চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জামাল বলেন, ‘এই মৌসুমে অবশেষে জয় পেয়ে আমি খুব খুশি। এর আগে কয়েকবার কাছাকাছি এসেও জিততে পারিনি। অবশ্যই আমি চূড়ান্ত রাউন্ডে খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমি মনে করি প্রথম রাউন্ডে ৬১ স্কোরটাই পুরো টুর্নামেন্টটা আমার জন্য গুছিয়ে দিয়েছিল।’
জামাল আরও যোগ করেন, ‘আমার পরবর্তী বড় লক্ষ্য হল আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করে নিজের একটা ছাপ রাখা। আমি মনে করি, ওই ইভেন্টের আগে আমার ফর্ম ধীরে ধীরে ভালোই তৈরি হচ্ছে।’