যৌন হয়রানির অভিযোগে বিপাকে ভারতের হকি অধিনায়ক

ভারতের প্রিমিয়ার হকি লিগ নিয়ে এখন ভীষণ ব্যস্ত সর্দার সিং। লিগ শেষে শুরু হবে অলিম্পিকের প্রস্তুতি। এরই মধ্যে একেবারে বিনা মেঘে বজ্রপাত! ভারতের হকি দলের অধিনায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক তরুণী। পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
২১ বছর বয়সী সেই তরুণীও একজন হকি খেলোয়াড়। সর্দার সিংয়ের মতো শিখ ধর্মাবলম্বী হলেও এখন তিনি ব্রিটিশ নাগরিক। প্রথম শিখ হিসেবে ব্রিটেনের অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে খেলা তরুণীটির অভিযোগ বেশ গুরুতর। সর্দার সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে গত বছর অন্তসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সর্দার সিং সম্পর্ক অস্বীকার করায় ইচ্ছের বিরুদ্ধে গর্ভপাত করতে বাধ্য হয়েছিলেন।
ভারতের সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এমন দাবি করে সেই তরুণীর বক্তব্য, ‘২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। এরপরই ধীরে ধীরে চেনা-শোনা বাড়তে থাকে আমাদের মধ্যে। আমাদের বাগদানও হয়েছিল। ২০১৫ সালে আমি অন্তসত্ত্বা হই। সে আমাকে গর্ভপাত করতে বলে। যা আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে করতে বাধ্য হই। সে সময় কারো কাছ থেকে কোনোরকম সমর্থন পাইনি।’
সর্দার সিংয়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘সে আমাকে উপেক্ষা করেছে। ওই ঘটনার পর বিয়ে করতেও অস্বীকার করেছে। সে আমাকে শারীরিক আর মানসিকভাবে হয়রানি করেছে। আবেগ দিয়ে হেনস্থাও করেছে। আমি অভিযোগ দায়ের করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’ তরুণীর আরো অভিযোগ, গত বছর বেলজিয়ামের অ্যান্টোয়ার্পে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগে খেলার সময় তাঁকে হেনস্থা করেছিলেন সর্দার সিং। সে সময় ভারতীয় দলের হোটেলে পুলিশ ডাকতে বাধ্যও হয়েছিলেন তিনি।
ভারতের হকি অধিনায়ক অবশ্য তরুণীকে চেনার কথা অস্বীকার করেননি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের হয়ে ১৯১টি ম্যাচ খেলা সর্দার সিং, ‘আমি তাকে চিনি ঠিকই, কিন্তু তাকে যৌন হেনস্থা করেছি বললে ভুল বলা হবে। এ ধরনের কথা শুনে ভীষণ দুঃখ পেয়েছি। এ ব্যাপারে আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে। আমার লক্ষ্য এখন রিও অলিম্পিক।’