সাকিবকে বাবার চমক !

এবার সাকিব আল হাসানকে চমকে দিলেন তাঁর বাবা মাসরুর রেজা। আজ শুক্রবার দুপুরে হঠাৎ করেই খুলনায় এসে ছেলেকে চমকে দেন তিনি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খুলনায় এক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এর মধ্যে শুক্রবার দুপুরে হঠাৎই মাগুরা থেকে খুলনায় সাকিবদের হোটেলে এসে উপস্থিত হন মাসরুর রেজা। বাবার এই হঠাৎ চমকে খুশি সাকিবও, যা তিনি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন ভক্তদেরও।
আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘আমার পথনির্দেশক, আমার বাবা হঠাৎ করে খুলনা এসে আমাকে চমকে দিয়েছেন। আমি যদি আমি আমার বাবার অর্ধেক গুণ পেতাম এবং তাঁর মতো নম্র ও বিনয়ী হতে পারতাম! তোমায় ভালোবাসি আব্বা!’
সামনেই দু-দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এরপর মার্চ-এপ্রিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো কাটেনি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই সময় নষ্ট করতে রাজি নন।
গত শুক্রবার জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পরদিন বিশ্রাম নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর রোববার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন সাকিব-মাশরাফিরা।