আফ্রিদির মান বাঁচালেন ভক্ত

সীমিত ওভারের ম্যাচের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। অকল্যান্ড এয়ারপোর্টেই ক্ষিধে পেল টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি আর ব্যাটসম্যান আহমেদ শেহজাদের। হাতের কাছেই ম্যাকডোনাল্ডস। তাহলে আর দেরি কি?
ম্যাকডোনাল্ডসে খাবারের অর্ডার দিলেন আফ্রিদি। খাবার চলেও এলো। এরপরই ঘটল বিপত্তি। পকেটে হাত দিয়ে দেখেন পকেট মার্কিন ডলারে ভরা। আর দোকানি চাইছেন নিউজিল্যান্ডের ডলার। তিনি কোনোভাবেই মার্কিন ডলার নেবেন না।
আফ্রিদি হোক আর যেই হোক, ম্যাকডোনাল্ডসের কর্মীর কোনো নড়চড় নেই। তিনি মার্কিন ডলার নেবেনই না। কারণ এখানে সে ব্যবস্থা নেই। চাইলেও তিনি মার্কিন ডলার নিতে পারবেন না। এদিকে আফ্রিদি বারবার বলছেন, মার্কিন ডলার ভেঙে নিউজিল্যান্ড ডলার করার কথা তিনি বেমালুম ভুলে যান।
ভারতের সংবাদপত্র দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওয়াকাস নাভিদ নামে এক লোক আফ্রিদিদের এ বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করেন। নাভিদ পাকিস্তান ক্রিকেটের একজন ভক্ত।
আফ্রিদি বলেন, ‘ম্যাকডোনাল্ডসে একজন তরুণ ছিলেন যিনি আমাদের বিলটা দিতে চাইলেন। এর মাধ্যমে তিনি নিউজিল্যান্ডে স্বাগত জানালেন।’
ভক্তের অনুরোধ রেখেছেন, কিন্তু টি-টোয়েন্টির অন্যতম সেরা এই অলরাউন্ডারের দুঃখ অন্য জায়গায়। ম্যাকডোনাল্ডসে বসে পুরো ব্যাপারটি কেউ একজন ভিডিও করেছে। তারপর ছেড়ে দিয়েছে গণমাধ্যমে।