বঙ্গবন্ধু কাপে জয় দিয়ে শুরু মালদ্বীপের

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠলেও ফাইনালে খেলতে পারেনি মালদ্বীপ। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে’ ব্যর্থ হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে তাদের সূচনাটা ভালোই হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তারা।
সোমবার যশোর শামসুল হুদা স্টেডিয়ামে মালদ্বীপের জয়ের নায়ক ফরোয়ার্ড হাসান নাইজ। দুই গোল করে দ্বীপ দেশটির সাফল্যের প্রধান রূপকার তিনি।
ম্যাচের চতুর্থ মিনিটেই মালদ্বীপকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইসা ইসমাইল। ১৫ মিনিটে সমতা নিয়ে আসেন কম্বোডিয়া ভ্যানডেথ সন। ৩৮ মিনিটে হাসান নাইজের লক্ষ্যভেদে আবার এগিয়ে যায় মালদ্বীপ। বিরতির ঠিক আগে কম্বোডিয়াকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরানোর কৃতিত্ব দিনা তিতের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও কিছুতেই সাফল্য আসছিল না। অবশেষে ৭৭ মিনিটে হাসান নাইজ আরেকটি গোল করে উল্লাসে মাতিয়ে তোলেন মালদ্বীপকে। শেষ পর্যন্ত এই গোল হয়ে দাঁড়ায় জয় নির্ধারক।
আগামী ১৪ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালদ্বীপ।