হাজার রানের কিশোরকে টেন্ডুলকারের উপহার

ভারতে এখন সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম প্রণব ধানাওয়াড়ে। হওয়ারই কথা। ১০০৯ রান করা ব্যাটসম্যানকে নিয়ে তো হৈচৈ হবেই। ১৫ বছর বয়সী প্রণবের অবিশ্বাস্য কীর্তিতে শচীন টেন্ডুলকারও অভিভূত। রাতারাতি তারকা বনে যাওয়া এই কিশোরকে একটি ব্যাট উপহার দিয়েছেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি।
গত মঙ্গলবার অনূর্ধ্ব-১৬ ভাণ্ডারি ট্রফি আন্তস্কুল প্রতিযোগিতায় প্রণবের অসাধারণ ইনিংসের কথা জানার পরপরই টেন্ডুলকারের টুইট ছিল, ‘প্রথমবারের মতো এক ইনিংসে ১০০০ রান করা প্রণব ধানাওয়াড়েকে অভিনন্দন। দারুণ খেলেছ তুমি। কঠোর পরিশ্রম করো। তোমাকে অনেক ওপরে উঠতে হবে।’
ভারতের ক্রিকেট-ঈশ্বরসহ পুরো দেশের অভিনন্দনের জোয়ারে ভাসতে ভাসতে শুক্রবার দারুণ একটা উপহার পেল প্রণব। তার হাতে এসে পড়ল টেন্ডুলকারের স্বাক্ষর ও শুভকামনাসহ ব্যাট। ব্যাটের পেছনে স্বাক্ষরের ওপরে ইতিহাসের সফলতম ব্যাটসম্যান লিখেছেন, ‘প্রিয় প্রণব, কঠোর পরিশ্রম চালিয়ে যাও আর খেলাটাকে উপভোগ করো।’
এমন একটা উপহার পেয়ে প্রণবও উচ্ছ্বসিত, ‘বিশাল একজন খেলোয়াড় আমাকে ব্যাট পাঠিয়েছেন। এটা সত্যিই বিরাট ব্যাপার। আমি এখন ভীষণ ক্লান্ত। তবে একই সঙ্গে অনেক খুশিও লাগছে।’
আর্য গুরুকুল স্কুলের বিপক্ষে ৩২৩ বলে ১,০০৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিল কেসি গান্ধী স্কুলের প্রণব। প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করা অবিস্মরণীয় ইনিংসটি সাজানো ৫৯টি ছক্কা ও ১২৯টি চারে। স্ট্রাইক রেট অবিশ্বাস্য—৩১২.৩৮!