এমিলিকে নিয়ে বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতাকে সঙ্গে নিয়েই আবার মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভালো করার চ্যালেঞ্জ লাল-সবুজ দলের সামনে। আগামী ৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য জাতীয় দল ঘোষণা করা হয়েছে। ২৩ সদস্যের দলে ফিরেছেন চোটের কারণে সাফে খেলতে না পারা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
আরেক স্ট্রাইকার মিঠুন চৌধুরীকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। নেওয়া হয়েছে মিডফিল্ডার আলমগীর কবির রানাকে। বাকি সব খেলোয়াড়ই সাফ চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গী বাহরাইন, মালদ্বীপ ও কম্বোডিয়া।
৮ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গ্রুপ পর্বের অন্য দুটি ম্যাচে ১২ জানুয়ারি মালয়েশিয়া ও ১৪ জানুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।
অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল প্রথম ম্যাচ খেলবে ১০ জানুয়ারি, বাহরাইনের সঙ্গে। ১৩ জানুয়ারি মালদ্বীপ ও ১৫ জানুয়ারি কম্বোডিয়ার মুখোমুখি হবেন তরুণ ফুটবলাররা।
খেলা হবে যশোরের শহীদ শামসুল হুদা স্টেডিয়াম ও ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম চারদিনে চারটি ম্যাচ হবে যশোরে। ১২ জানুয়ারি থেকে বাকি টুর্নামেন্ট হবে ঢাকায়।
বাংলাদেশ জাতীয় দল
মামুনুল ইসলাম (অধিনায়ক), শহীদুল আলম সোহেল, জামাল ভুঁইয়া, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, রায়হান হাসান, মোনায়েম রাজু, নাসির চৌধুরী, সোহেল রানা, শাখাওয়াত হোসেন রনি, আলমগীর কবির রানা, রাসেল মাহমুদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মণ, আতিকুর রহমান মিশু, ওয়ালী ফয়সাল, মিঠুন চৌধুরী, আশরাফুল ইসলাম, জুয়েল রানা, নাসিরুল ইসলাম ও নাবিব নেওয়াজ জীবন।