প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

দুই দিন আগে সাউদাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছিল আর্সেনাল। তবে বোর্নমাউথের বিপক্ষে আর আফসোস করতে হয়নি গানারদের। মেসুত ওজিলের দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে ২-০ গোলের জয় দিয়ে সীমিত সময়ের জন্য হলেও শীর্ষস্থান দখল করেছে আর্সেনাল।
১৯ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এক ম্যাচ কম খেলে লিস্টার সিটির সংগ্রহ ৩৮ পয়েন্ট। মঙ্গলবার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে লিস্টার সিটি ও ম্যানচেস্টার সিটি। লিস্টার সিটি যদি এই ম্যাচে জয় পায়, তাহলে ৪১ পয়েন্ট নিয়ে আবার শীর্ষস্থান দখল করতে পারবে। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩৫ পয়েন্ট। এই ম্যাচে জয় পেলে লিস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে আসতে পারবে ম্যানসিটি। তখন শীর্ষস্থানটা থাকবে আর্সেনালের দখলে।
নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠেছিলেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। ২৭ মিনিটের মাথায় গানারদের প্রথম গোলটির নেপথ্যের কারিগর ছিলেন তিনি। ওজিলের ক্রস থেকে দারুণভাবে হেড করে আর্সেনালকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন গাব্রিয়েল পাউলিস্তা। ৬৩ মিনিটের মাথায় ওজিল নিজেই করেছেন ম্যাচের দ্বিতীয় গোলটি।
প্রিমিয়ার লিগের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে টানা ছয়টি ম্যাচ জয়বঞ্চিত থাকতে হলো ম্যানইউকে। ১৯ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। অন্যদিকে এই ড্রয়ের পরও কিছুটা উন্নতিই হয়েছে চেলসির। ১৫ থেকে ১৪ নম্বর অবস্থানে উঠে এসেছে গতবারের শিরোপাজয়ীরা। ১৯ ম্যাচ শেষে চেলসির সংগ্রহ ২০ পয়েন্ট।