এতিম হায়দারের পাশে রোনালদো

মাত্র তিন বছর বয়সেই বাবা-মা হারিয়েছে লেবাননের হায়দার। গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় মারা গেছেন হায়দারের বাবা-মা। এত ছোট বয়সেই এতিম হওয়ার কষ্ট হয়তো কোনো কিছু দিয়েই পূরণ হবে না। কিন্তু ছোট্ট এই বাচ্চাকে কিছুটা সান্ত্বনা হয়তো দিতে পেরেছে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। হায়দার দেখা করতে পেরেছে তার নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
লেবাননের একটি শরণার্থী শিবিরে হায়দারের দেখা পেয়েছিলেন সেখানকার সাংবাদিক রানা হারবি। ফুটবল-পাগল এই শিশুর হৃদয়বিদারক গল্প ছুঁয়ে গিয়েছিল তাঁকে। হায়দার রোনালদোর ভীষণ ভক্ত; এমনটা শোনার পর থেকেই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সেই সাংবাদিক। শেষপর্যন্ত সেই চেষ্টা বৃথা যায়নি। স্পেনে গিয়ে ঠিকই নিজের নায়কের দেখা পেয়েছে ছোট্ট হায়দার। রোনালদোর সামনে আসার পর অবশ্য কান্নায় ভেঙে পড়েছিল বাবা-মা হারানো এই লেবাননি শিশু। পরে তাকে কোলে নিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখিয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
রিয়াল মাদ্রিদকে আগেও দেখা গেছে এ রকম ডাকে সাড়া দিতে। গত সেপ্টেম্বরে তিনজন সিরিয়ান শরণার্থীকে সান্তিয়াগো বার্নাব্যুতে আমন্ত্রণ জানিয়েছিলেন পেরেজ। পরে তাদের একজনকে ক্লাবের একটি কোচিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজও জোগাড় করে দিয়েছিল ইউরোপের সফলতম এই ক্লাবটি।