চাকরি হারানোর ভয় ফন গালেরও

ভয়াবহ বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করা হয়েছে চেলসির কোচ হোসে মরিনিয়োকে। এবার একই রকম পরিণতি হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালেরও। ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির ক্লাব নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পর আরো সংশয়ে পড়ে গেছে ফন গালের চাকরি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের দেখা পায়নি টানা ছয়টি ম্যাচ। ১৯৯৮ সালের পর এমন ঘটনা ঘটল এবারই প্রথমবারের মতো। শিরোপা জয় তো অনেক দূরের ব্যাপার। ম্যানইউ প্রথম চারটি দলের মধ্যে থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারবে কি না, তা নিয়েও চলছে ঘোর সংশয়। ১৭ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেড ডেভিলরা। ফলে ফন গালের ওপর প্রতিনিয়তই বাড়ছে চাপের বোঝা। চাকরি হারানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না এই ডাচ কোচ। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি এ নিয়ে সংশয়ে আছি কারণ কোচের ওপর আস্থা খুবই জরুরি ব্যাপার। এটা অবশ্য আমার হাতে নেই। কিন্তু আমরা দেখব কী হয়।’
চুক্তি অনুযায়ী ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত ম্যানইউয়ে থাকার কথা ফন গালের। কিন্তু তাঁকে মাঝপথেই বরখাস্ত করার অনেক আলামতই দেখা যাচ্ছে। চেলসি থেকে বহিষ্কৃত মরিনিয়োকেও দেখা যেতে পারে ম্যানইউর নতুন কোচ হিসেবে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার সম্ভাবনাও। এবারের মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা এরই মধ্যে দিয়েই ফেলেছেন এই স্প্যানিশ কোচ। পরবর্তী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও দেখা যেতে পারে তাঁকে।