তাজিকিস্তানের মাঠে বিধ্বস্ত বাংলাদেশ

গত জুনে তাজিকিস্তানের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। শুরুতে এগিয়ে গেলেও ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে জয় হাতছাড়া করেছিল মামুনুলের দল। বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে সেই তাজিকিস্তানের মাঠে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুশানবেতে তারা ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এ যেন সেদিনের ব্যর্থতারই পুনরাবৃত্তি!
তাজিকিস্তানের রাজধানী দুশানবের বৃষ্টিভেজা কৃত্রিম টার্ফে প্রতিপক্ষের গতিময় ফুটবলের সামনে শুরু থেকেই পাত্তা পায়নি বাংলাদেশ। ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিক দল। গোলদাতা মানুশখর জালিলভ। ২৬, ৬০ ও ৭৪ মিনিটে আরো তিনটি গোল করে তাজিকিস্তানের জয়ের নায়ক এই ফরোয়ার্ড। ৫১ মিনিটে পেনাল্টি থেকে অন্য গোলটি করেন ডিফেন্ডার আখতাম নাজারভ।
বিশ্বকাপ বাছাইপর্বে এটা বাংলাদেশের পঞ্চম হার। এর আগে কিরগিজস্তানের কাছে ৩-১ ও ২-০, জর্ডানের কাছে ৪-০ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
আগামী ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচটি খেলতে ১৪ নভেম্বর ঢাকায় আসছে ‘সকারু’রা।