মেসির মাইলফলকের ম্যাচে বার্সার হোঁচট

আগের দিন ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক কি লিওনেল মেসিকে চাপে ফেলে দিয়েছিল? দুজনে এই সময়ের সেরা ফুটবলার। কে বেশি ভালো, তা নিয়ে তর্কাতর্কি হতে পারে। তবে দুজনের প্রতিভা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। অনেক কিছুর মতো চ্যাম্পিয়নস লিগে মেসি আর রোনালদোর গোল করার প্রতিযোগিতাও ফুটবল বিশ্বের দারুণ উপভোগ্য বিষয়।
রোনালদো শাখতার দোনেৎস্কের বিপক্ষে গোল করায় মেসিভক্তরা তাই তাকিয়েছিলেন প্রিয় ফুটবলারের দিকে। চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচে মেসি কিন্তু গোল করতে পারেননি। তাঁর দল বার্সেলোনাও জয় পেতে ব্যর্থ। এএস রোমার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
তবে জয় পেয়েছে চেলসি ও বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে চলা চেলসি ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিবকে। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে বায়ার্নও পেয়েছে ৩-০ গোলের বড় জয়। আর্সেনাল অবশ্য হেরে গেছে। ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবের মাঠে ২-১ গোলে হার মেনেছে ‘গানার’রা।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে ২১ মিনিটের সময় এগিয়ে যায় বার্সা। গোলটা অবশ্য কিছুটা বিতর্কিত। জেরেমি ম্যাথিউর মাঝমাঠ থেকে নেওয়া একটি লং বল নিয়ন্ত্রণে নেওয়া চেষ্টা করেছিলেন মেসি। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ধাক্কায় রোমার ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়া পড়ে গেলেও রেফারি বাঁশি বাজাননি। বল পেয়ে যান ইভান রাকিতিচ। ডান দিক থেকে নেওয়া এই ক্রোয়াট মিডফিল্ডারের ক্রস থেকে ‘অরক্ষিত’ লুইস সুয়ারেজের হেড এগিয়ে দেয় বার্সাকে। রোমার খেলোয়াড়রা মেসির বিরুদ্ধে ফাউলের অভিযোগ করলেও তা ধোপে টেকেনি।
তবে ১০ মিনিট পরই সমতা নিয়ে আসে স্বাগতিক দল। গোলটা এক কথায় অসাধারণ। হাফলাইনের একটু সামনে, ডানদিকের টাচলাইন থেকে কী মনে করে বার্সার পোস্ট বরাবর শট নিয়েছিলেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। হয়তো প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে পোস্টের একটু বাইরে বেরিয়ে আসতে দেখে বুদ্ধিটা এসেছিল তাঁর মাথায়। বল টের স্টেগেনের মাথার ওপর দিয়ে, সবাইকে বিস্ময়ে ভাসিয়ে চলে গেছে জালে।
সমতা আসার পর বার্সা ঝাঁপিয়ে পড়েছে রোমার রক্ষণভাগে। তবে স্বাগতিকদের পোলিশ গোলরক্ষক ভোইচেখ শ্টেনন্সের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। ১-১ হওয়ার পর ডানদিক দিয়ে দু-দুবার রোমার বক্সের মধ্যে ঢুকে পড়লেও গোল করতে পারেননি মেসি।
দ্বিতীয়ার্ধে বার্সার সামনে যেন দেয়াল গড়ে তুলেছিলেন শ্টেনন্সে। মেসির জোরালো শট ফেরানোর পর সুয়ারেজের প্রচেষ্টা ঝাঁপিয়ে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছেন তিনি। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ীদের।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি পেয়েছে স্বস্তির জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়নরা এবার পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের নিচের দিকে চলে গেছে। তবে জোসে মরিনিয়োর শিষ্যরা চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে দাপটের সঙ্গেই। উইলিয়ান, অস্কার, দিয়েগো কস্তা আর সেস্ক ফাব্রেগাসের লক্ষ্যভেদ বড় জয় এনে দিয়েছে ‘ব্লুজ’কে।
বায়ার্নও সহজ জয় পেয়েছে। ৫২ মিনিটে টমাস মুলারের লক্ষ্যভেদে এক গোলে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল জার্মান বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা। তবে ৮৯ মিনিটে মারিও গোৎসা এবং ইনজুরি সময়ে মুলারের আরেকটি গোল বড় জয় এনে দিয়েছে জার্মানির সফলতম দলকে।
চ্যাম্পিয়নস লিগের অন্যান্য ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেন ৪-১ গোলে বেলারুশের বাটে বোরিসভকে ও রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গ ৩-২ গোলে স্পেনের ভ্যালেন্সিয়াকে হারিয়েছে এবং বেলজিয়ামের জেন্ট ও ফ্রান্সের লিওঁ ১-১ গোলে আর ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও পর্তুগালের পোর্তো ২-২ গোলে ড্র করেছে।