ডাম্বুলাতেই সিরিজ জয়ের উদযাপন?

শততম টেস্টের পর শ্রীলঙ্কায় চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেও দারুণ একটি জয় পেয়েছে বাংলাদেশ। এই দুই জয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তাই দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজি নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তেমনই আশাবাদের কথা শুনিয়েছেন।
বুধবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচ জয়ে আশাবাদী মিরাজ বলেন, ‘কোনো ভুল না হলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আমাদেরই জয়ের সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে পারব আমরা। সিরিজ নিশ্চিত হলেই উদযাপন করব আমরা।’
অবশ্য এক ম্যাচ জিতেই সন্তুষ্ট হয়ে যেতে চান না এই তরুণ অলরাউন্ডার, ‘প্রথম ওয়ানডেতে জিতে খুবই ভালো লেগেছে। কিন্তু একটা ম্যাচ জিতেই আমরা সন্তুষ্ট হয়ে যেতে চাই না, কারণ সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি আছে। সিরিজ জিতেই উদযাপন করতে চাই আমরা।’
প্রথম ম্যাচে বাংলাদেশ ৯০ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশের করা ৩২৪ রানের পাহাড়সম ইনিংসের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ২৩৪ রানে।
বুধবার একই মাঠে দিবা-রাত্রির ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।