১৫ হাজার রানের মাইলফলকে তামিম

রেকর্ডবয় তামিম ইকবাল। ছবি: রয়টার্স
বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল এক অবিচ্ছেদ্য নাম। দেড় দশকেও ওপেনিংয়ে তার মতো কাউকে পায়নি বাংলাদেশ। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একসময় দশ হাজার রান করা ছিল যার স্বপ্ন, সেই মানুষটির নামের পাশে এখন ১৫ হাজার রান।
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্পর্শ করলেন ১৫ হাজার রানের মাইলফলক। আজ সোমবার (২০ মার্চ) তার জন্মদিন। জন্মদিনে এমন অর্জন দেশসেরা ওপেনারের জন্য বিশেষ কিছু। জন্মদিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা স্মরণীয় করে রাখার সুযোগ ছিল তামিমের। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে সেই আশা পূরণ হয়নি এই ওপেনারের। তবে বড় স্কোর করতে না পারলেও রেকর্ডের নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।