রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড

লডর্স টেস্টের দ্বিতীয় দিনে ১১৯ রানের মাথায় তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করলেন অধিনায়ক জো রুট। ঢাল হয়ে দাঁড়িয়ে তুলে নিলেন সেঞ্চুরি। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে মাটি কাঁমড়ে থিতু হয়ে খেললেন ১৮০ রানের অপরাজিত ইনিংস। অধিনায়কের দৃঢ়তায় লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।
গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিন তৃতীয় সেশনের শেষ দিকে ৩৯১ রানে গুটিয়ে গেছে ইংলিশদের প্রথম ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ভারত করেছিল ৩৬৪ রান। ফলে ২৭ রানে পিছিয়ে থেকে আজ রোববার দ্বিতীয় ইনিংসে মাঠে নামবে বিরাট কোহলির দল।
ব্যাট হাতে টেস্টে দারুণ সময় কাটানো ইংল্যান্ড অধিনায়ক টানা দুই টেস্টে তুলে নিলেন সেঞ্চুরি। সবমিলিয়ে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন রুট।
যদিও রুট যখন উইকেটে আসেন ততক্ষণ খুব চাপে ছিল ইংল্যান্ড। ১০৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদেই ছিল স্বাগতিকেরা। ২৪৫ রান পিছিয়ে থেকে কাল দিন শুরু করে ইংল্যান্ড। সেখান থেকে বাকিদের নিয়ে লড়াই জমিয়ে তোলেন রুট। শেষ পর্যন্ত খেলেন ১৮০ রানের ইনিংস।
এই রান করার পথেই অভিষেকের পর থেকে সবচেয়ে কম দিনে নয় হাজার রানের মাইলফলক গড়েছেন রুট। শেষ দিকে উইকেটে টিকে থেকে আশা জাগিয়েছেন ডাবল সেঞ্চুরি হাঁকানোর। কিন্তু সতীর্থদের সাপোর্টের অভাবে হয়নি আশা পূরণ। ১৮০ রান নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয় অধিনায়ককে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : (আগের দিন ২৭৬/৩) ১২৬.১ ওভারে ৩৬৪ (রাহুল ১২৯, রাহানে ১, পান্ত ৩৭, জাদেজা ৪০, শামি ০, ইশান্ত ৮, বুমরাহ ০, সিরাজ ০*; অ্যান্ডারসন ২৯-৭-৬২-৫, রবিনসন ৩৩-১০-৭৩-২, কারান ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মইন ১৮-১-৫৩-১)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৯১ (রুট ১৮০*, বেয়ারস্টো ৫৭, বেয়ারস্টো ২৩, বাটলার ২৭, কারান ০, রবিনসন ৬, উড ৫, অ্যান্ডারসন ০; ইশান্ত ২৪-৪-৬৯-৩, বুমরাহ ২৬-৬-৭৯-০, শামি ২৬-৩-৯৫-২, সিরাজ ৩০-৭-৯৪-৪, জাদেজা ২২-১-৪৩-০)।