সিরামিক শিল্প অর্থনীতি শক্তিশালী করতে ভূমিকা রাখছে

বাংলাদেশের শিল্পোন্নয়নের ধারায় সিরামিক শিল্প একটি দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারেও গুণগত মানের জন্য সুপরিচিত হয়ে উঠেছে। এই শিল্পের বিকাশ শুধু কর্মসংস্থান সৃষ্টিতেই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।
বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি এবং ট্রেডিং সুবিধা গ্রহণের জন্য ডিএসই এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিসিএমইএ) মধ্যে ভার্চুয়ালি বৈঠক তিনি এসব কথা বলেন।
বৈঠকে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের এক প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামোগত ওভারভিউ, ডিএসইর প্রোডাক্টগুলো, ট্রেডিং প্ল্যাটফর্ম বাংলাদেশের পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের প্রক্রিয়া, এটিবি ও অন্যান্য প্লাটফর্মে মালিকানা হস্তান্তরের তুলনা, তালিকাভুক্তির প্রক্রিয়া, বিভিন্ন ধরণের ইনভেস্টমেন্ট অপশন, তালিকাভুক্তির সুবিধা এবং পণ্যের বৈচিত্র্যকরণের জন্য চলমান উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ডিএসই ও সিরামিক শিল্পখাতের কোম্পানিসমুহের পুঁজি বা মূলধন যোগানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা জানিয়ে আসাদুর রহমান বলেন, একইসঙ্গে পুঁজিবাজারের সুযোগগুলোকে সিরামিক শিল্পখাতের কোম্পানিগুলো সামনে তুলে ধরা। কীভাবে সিরামিক শিল্পের সম্ভাবনাকে পুঁজিবাজারের মাধ্যমে আরও প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করা। ডিএসই অতি সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাথে বৈঠক করেছে জানিয়ে আসাদুর রহমান বলেন, ধাপে ধাপে অন্যান্য এসোসিয়েশনের সাথে বৈঠক করা হবে। ডিএসই বাজার সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পুঁজিবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
ডিএসইর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, স্টক এক্সচেঞ্জে সিরামিক সেক্টরসহ অনান্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য আইপিও প্রক্রিয়াকে সল্পতম সময়ে সম্পন্ন করা জরুরি। একইসঙ্গে লিস্টিং পরবর্তী কমপ্লায়েন্স অধিকতর সহজ করা প্রয়োজন। তিনি ডিএসই ও বিসিএমইএ উভয় প্রতিষ্ঠান আগামীতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে পুঁজিবাজারে সিরামিক ইন্ডাস্ট্রিজের কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জের মুল মার্কেট, এসএমই বোর্ডে এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) তালিকাভুক্তির প্রসেস ও সুবিধা নিয়ে এসোসিয়েশনসহ সিরামিক সেক্টরের কর্ণধারদের নিয়ে একটি সেমিনার আয়োজনের বিষয়ে অনুরোধ জানান। এবিষয়ে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান স্বাগত জানান এবং খুব শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।