প্রধান সূচক পতনেও ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

টানা তিন কর্মদিবস উত্থানের পর আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চলে এসেছে পতনে। আজ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট। তবে আগের তিন কর্মদিবসে ডিএসইএক্স বেড়েছে ১০৫ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৯৮৮ কোটি টাকা। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়ে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১১ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রয় বাড়ে। এতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা সাত মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৫ পয়েন্ট। সূচকটি পরে উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা ৪১ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। এরপর সূচকটি ফের পতনে আসে। লেনদেন শেষে এদিন ডিএসইএক্স পতন হয় ৯ দশমিক শূন্য এক পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪১০ দশমিক ৮৯ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস ডিএসইএক্সের উত্থান হয়েছিল ১০৫ পয়েন্ট। গত ১৩ আগস্ট সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩১৪ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮৯ দশমিক ৬০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দুই দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০৪ দশমিক ৭৭ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে এক হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৫৯০ কোটি ২৪ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ১৬ হাজার ৫৭৯ কোটি তিন লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৪টির এবং কমেছে ১৬৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৩ কোটি ২৭ লাখ টাকা, বিচ হ্যাচারির ৩৬ কোটি ৪৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৪ কোটি ৯৫ লাখ টাকা এবং সোনালী পেপারের ১৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৫৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।